Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৮৬% (জানুয়ারী ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P) জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P)  জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)  মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩



এক নজরে উপজেলা পরিসংখ্যান

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন একটি  সংস্থা, যা ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।

 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশে বিদেশে জাতীয় পরিসংখ্যান  সংস্হা (NSO) হিসেবে কাজ করে যাচ্ছে। জাতীয় পরিসংখ্যান  পদ্ধতির (NSS) কেন্দ্র বিন্দুতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অবস্হান।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ৮ টি বিভাগে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, ৬৪ টি জেলায় জেলা পরিসংখ্যান কার্যালয়  এবং ৪৮৫ টি উপজেলায় উপজেলা পরিসংখ্যান কার্যালয় এর মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করছে।

 

উপজেলা পরিসংখ্যান অফিস:

প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা পরিসংখ্যান অফিস রয়েছে।  এই অফিসে মোট জনবল ৫ জন, ১ জন পরিসংখ্যান কর্মকর্তা, ১ জন পরিসংখ্যান তদন্তকারী, ২ জন জুনিয়র পরিসংখ্যান সহকারী, ১ জন চেইনম্যান রয়েছে।